NAVY CHIEF LEAVES FOR IRAN TO JOIN 6TH INDIAN OCEAN SYMPOSIUM

NAVY CHIEF LEAVES FOR IRAN TO JOIN 6TH INDIAN OCEAN SYMPOSIUM

ঢাকা, ২১ এপ্রিল ২০১৮ঃ ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ আজ শনিবার (২১-০৪-২০১৮) ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

আগামী ২২ হতে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে আইওএনএস এর সদস্য রাষ্ট্রসমূহ অংশগ্রহণ করছে। সফরকালে নৌপ্রধান উক্ত সম্মেলনের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে তিনি ইসলামিক রিপাবলিক অব ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল ডঃ হোসেইন খানজান্দি (Rear Admiral Dr. Hossein Khanzandi) এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সহকারী প্রধান ভাইস এডমিরাল হিরোশী ইয়ামামুরা (Vice Admiral Hiroshi Yamamura) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। উক্ত সফরে স্বস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২৫ এপ্রিল ২০১৮ তারিখে দেশে ফিরবেন।